নির্বাচন ব্যবস্থায় জনগণের আস্থাহীনতা এখন সবচেয়ে বড় ঘাটতি: ইসি আবুল ফজল

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি: ভিডিও থেকে নেওয়া

নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থাহীনতা সবচেয়ে বড় ঘাটতি বলে মনে করেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বুধবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি আবুল ফজল বলেন, 'আমরা আজ নির্বাচন সংস্কার কমিশনের কথা শুনেছি। কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি।'

'আমাদের ঘাটতিগুলো নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থাহীনতা,' বলেন তিনি।

নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করিনি। ভালো সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করেছি। সংস্কার প্রস্তাব আসবে, আলোচনা হবে, তারপর নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হবে।'

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, 'আগের নির্বাচন কমিশনগুলোর নির্বাচনী অপরাধের বিষয়ে আলোচনা করেছি। আগের কমিশনগুলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনপ্রয়োগ করেনি। তারা তাদের ক্ষমতা ব্যবহার করেননি। যাদের অপরাধ প্রমাণিত হবে, তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।'

তিনি বলেন, 'আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করছি। আগামী এক মাসের মধ্যে আমরা আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করে সরকারের কাছে দেবো।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

41m ago