আমতলী পৌর নির্বাচন: কেন্দ্রের বাইরে থেকে আটক ৪০

মাদানি নগর হাফেজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরের চিত্র। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে থেকে ৪০ জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার শহরের মাদানি নগর হাফেজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাঞ্জুরুল হক।

তিনি বলেন, 'ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশ স্বাভাবিক ছিল। বাইরে কিছু বহিরাগত লোকজন জড়ো হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ তাদের আটক করেছে। তারা কোনো প্রার্থীর সমর্থক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।'

আজ সকাল ৮টা থেকে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে পৌরসভার নয়টি কেন্দ্র ঘুরে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা যায়। সেই সময় ভোটাররা ইভিএমে ভোট দিতে কিছুটা সময় লাগার কথা জানান।

আমতলী পৌরসভায় নির্বাচনে মেয়র পদে নয়জন, কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

6h ago