নির্বাচনী প্রচারণার ছবি ফেসবুকে পোস্ট, মাহিয়া মাহিকে শোকজ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চলচ্চিত্র অভিনেত্রী শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
আজ শুক্রবার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আবু সাঈদ এই নোটিশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী।
নোটিশে বলা হয়, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ও প্রিন্ট মিডিয়ায় দেখা গেছে মাহি বৃহস্পতিবার চর আশারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন।
এ ছাড়া, মাহি তার ফেসবুকে নির্বাচনী প্রচারণার বেশ কিছু ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন তিনি জনগণের কাছে ভোট চেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
নোটিশে আরও বলা হয়, ১৮ ডিসেম্বর নির্ধারিত নির্বাচনী প্রতীক বরাদ্দের আগে প্রচার চালানো ও ভোট চাওয়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
কমিটি কেন আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনকে মাহির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে না তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে মাহির কাছে।
Comments