ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার ডিসি
মো. শাহগীর আলম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার সকালে নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এ চিঠিতে নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি মনোনয়নপত্রে স্বাক্ষর প্রদানকারীদের আওয়ামী লীগের লোকেরা হুমকি দিয়েছিল। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাইনি। পরে আমার ছেলে গত ২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহার চেয়ে আবেদন করেছিল।'
 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

9h ago