চাঁদপুরের ৫ আসনে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১১

চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরে পাঁচটি আসনে ৪৩ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

চাঁদপুর-১ আসনে পাঁচজন, চাঁদপুর-২ আসনে একজন, চাঁদপুর-৪ আসনে দুইজন ও চাঁদপুর-৫ আসনে তিনজনসহ মোট ১১ জনের ঋণখেলাপীসহ বিভিন্ন তথ্য-উপাত্ত গরমিল থাকায় মনোনয়ন পত্র বাতিল করা হয়। এখানে আওয়ামী লীগের পাঁচটি আসনের প্রার্থীসহ ৩২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন চাঁদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেন, রাহাত চৌধুরী, শওকত হোসেন মিয়া, বাংলাদেশ কংগ্রেস দলের জামাল হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. সেলিম প্রধান। চাঁদপুর-২ মো. শাহআলম সরকার। চাঁদপুর-৪ আসনে তৃণমূল বিএনপির মো. সেলিম, জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বাংলাদেশ সংস্কৃতি মুক্তি জোটের আক্তার হোসেন তথ্য গোপন করায় মনোনয়নপত্র বাতিল করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গামাটি থানায় একটি মামলায় পরোয়ানা আছে। জাসদ প্রার্থী মো. মনির হোসেন মজুমদার, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়ার তথ্য গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

9h ago