‘একটি দল’ নির্বাচনে এলে তারিখ পেছানোর বিষয় বিবেচনা করা যাবে: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার আনিছুর রহমানের ফাইল ছবি | এমরান হোসেন/স্টার

'একটি দল' নির্বাচনে এলে নির্বাচন তারিখ পেছানোর বিষয় বিবেচনা করা যাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে সিলেট ও সুনামগঞ্জের নির্বাচন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।

আনিছুর রহমান বলেন, 'তারা নির্বাচনে আসলে আমরা বিবেচনা করব। আমাদের সুযোগ আছে পেছানোর। কারণ পরে যথেষ্ট সময় আছে। তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে ওইরকম পাইনি।'

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে শতভাগ দল নিয়ে নির্বাচন করার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'শতভাগ কখনোই আসেনি। ইতিহাস বলে। অধিকাংশ দল নির্বাচন করে, সেটাই তখন নির্বাচনী আমেজ চলে আসে। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে বরাবরই আহ্বান জানাচ্ছি, আমাদের নিবন্ধিত ৪৪টা দলের সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক।'

নির্বাচনী পরিবেশ সম্পর্কে এই ইসি বলেন, 'এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্ন হওয়ার মতো কিছু দেখছি না। যেহেতু একটা চলমান রাজনৈতিক কর্মসূচি আছে, সেটাকে কেন্দ্র করে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা হয়েছে। সেটার সঙ্গে নির্বাচনকে মেলানো ঠিক হবে না। এটা নির্বাচনকে উপলক্ষ করেই হচ্ছে। কিন্তু নির্বাচনী পরিবেশ বিঘ্ন করছে, এমন কিছু পরিলক্ষিত হয়নি।'

'নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে। না হয় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

51m ago