জাতীয় নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি জানতে চেয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

সম্প্রতি (ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে) ২ প্রার্থীর ওপর হামলার পরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন পর্যবেক্ষকরা
জাতীয় নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি জানতে চেয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা
ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী, আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রতিনিধি যুক্তরাষ্ট্রের টেনেট ফিন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা, ভাইস চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক টেরি এল এসলে এবং আয়ারল্যান্ডের ইইউ রিপোর্টার ও পলিটিক্যাল এডিটর নিক পাওয়েল (বাম থেকে) | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে সফররত আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

আজ রোববার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

কমিশনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'নির্বাচন কমিশন সম্প্রতি যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো সম্পর্কে জানতে চেয়েছেন পর্যবেক্ষকরা। আগামী নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা আসতে চাচ্ছেন; এ বিষয়ে নির্বাচন কমিশনের বিধিমালা জানতে চেয়েছেন।'

'নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, যত বেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন; আগে, নির্বাচনকালে ও পরেও আসতে পারবেন—এ জন্য কমিশন থেকে কোনো বাধা নেই। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে,' জানান আবেদ আলী।

আবেদ আলী আরও জানান, 'সম্প্রতি (ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে) ২ প্রার্থীর ওপর হামলার পরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে, যারা হামলা করেছেন তাদের গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনা হয়েছে।'

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

4h ago