কেন্দ্রে আমাদের এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না: জাপা প্রার্থী

আনন্দ নিকেতন স্কুলে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। ছবি: শেখ নাসির/স্টার

সিলেট সিটি করপোরেশন নির্বাচন 'সুষ্ঠু হওয়ার মতো পরিবেশ নেই' বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।

ভোটকেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।  

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর আনন্দ নিকেতন ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে জানাতে চাই যে আমি আনন্দ নিকেতনে ভোট দিতে আসলাম, ভোট দিতে এসে দেখলাম এখানে পেশিশক্তির জোর দেখানো হচ্ছে।'

'গলায় কার্ড ঝুলিয়ে যারা কোনো পোলিং এজেন্ট না তারা আমাদের ভোটারদেরকে হুমকি ধামকি দিচ্ছে, হয়রানি করছে অনেক কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে,' অভিযোগ করেন তিনি।

নজরুল ইসলাম বাবুল আরও বলেন, 'ওরা একটা নীল নকশা করেছে কীভাবে ভোট কারচুপি করবে। ৪২টা ওয়ার্ডের সবগুলো কেন্দ্রে আমি আমার পোলিং এজেন্ট দিয়েছি কিন্তু আমি সকাল থেকে ফোন পাচ্ছি বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জোর করে বের করে দেওয়া হচ্ছে।'

'সিলেটে নির্বাচনে এভাবে যদি পেশি শক্তি ব্যবহার করা হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নাই, কোনো পরিবেশই নেই।'

রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'রিটার্নিং কর্মকর্তা এক পক্ষের পকেটে। প্রশাসন, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সবই নৌকার পকেটে।'

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago