মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র জমা দিলেন জাহাঙ্গীর

নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মা জায়েদা খাতুনের মনোনয়পত্র জমা দেন জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মা জায়েদা খাতুনের নামে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দিয়েছেন করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

আজ বিকেল ৩টার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মায়ের মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর।

গতকাল জাহাঙ্গীর ও তার মায়ের জন্য কর্মীরা দুটি মনোনয়নপত্র তুলেছিলেন বলে জাহাঙ্গীর ডেইলি স্টারকে জানিয়েছিলেন।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। 

Comments