৬ আসনে উপনির্বাচন: জোটের শরিকদের জন্য ২ আসন ছাড়ল আ. লীগ

উপনির্বাচন
গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া ছয়টি আসনের উপনির্বাচনে নিজেদের জন্য তিনটি রেখে বাকি তিন আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে দুটি আসন শরিক দলের জন্য এবং একটি উন্মুক্ত রাখা হয়েছে।

রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাশেষে গণভবনের বাইরে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থী চূড়ান্তের বিষয়ে জানান।

আসনগুলো হলো– ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪,৬ চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২।

ছবি: সংগৃহীত

এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির কাছে। অন্যদিকে বগুড়া-৪ আসনে জোটের পক্ষ থেকে প্রার্থী দেবে জাসদ (ইনু)। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মু. জিয়াউর রহমান, বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাগেবুল আহসান রিপু। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের মো. আব্দুল ওদুদকে। আর, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে।

শূন্য ঘোষণা করা এসব আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Comments

The Daily Star  | English

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

15m ago