ইভিএম ত্রুটির কারণে জাতীয় পার্টির মেয়র প্রার্থীর ভোট দিতে ৩০ মিনিট দেরি

আলমনগর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তফা। ছবি: কংকন কর্মকার/স্টার

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট দিতে এসে বিড়ম্বনা পড়েন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তফা। ভোট দেওয়ার জন্য তাকে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়।

আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে তিনি আলমনগর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে ইভিএম ত্রুটির কারণে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেন। এরপর, ৯টা ২১ মিনিটের দিকে ভোট দেন।

এই পরিস্থিতিকে তিনি নির্বাচন কমিশনের 'ব্যর্থতা' হিসেবে আখ্যা দেন।

মুস্তাফিজুর রহমান মোস্তফা সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের নিয়ে আলমনগর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন।

তিনি ৮টা ৫৫ মিনিটে ভোটকক্ষে ঢুকে প্রায় ৭ মিনিট অপেক্ষার পর সেখান থেকে বের হয় হন। এরপর, আবার ভোটকেন্দ্রে গিয়ে ৯টা ২১ মিনিটের দিকে তিনি ভোট দেন।

মুস্তাফিজুর রহমান মোস্তফা সাংবাদিকদের বলেন, 'ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে দেরি হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলবো। এই ভোটকেন্দ্রেই ২ ভোটগ্রহণ কক্ষে ইভিএমের ত্রুটি আছে।'

তিনি এই ভোটগ্রহণের সঙ্গে যুক্ত সবার 'দায়িত্ব অবহেলার' অভিযোগ তোলেন।

এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮১৬ জন। ভোটের শুরুতেই এই কেন্দ্রে ইভিএম জটিলতা দেখা দিলে ভোটাররা বিড়ম্বনায় পড়েন। অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রটির ভোটকক্ষে ত্রুটিপূর্ণ ইভিএম সেট পরিবর্তনের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

55m ago