জেলা পরিষদ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে এক তৃতীয়াংশ প্রার্থী

জেলা পরিষদ নির্বাচনে প্রতি তিনজন চেয়ারম্যান প্রার্থীর একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের তথ্যে দেখা যায়, ২২টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিলেন। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসি সূত্র জানায়, কুড়িগ্রাম, নাটোর ও কুমিল্লায় চেয়ারম্যান পদে মাত্র একজন করে প্রার্থীর প্রার্থিতা বৈধ বলে রিটার্নিং অফিস জানিয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ, সিলেট ও শরীয়তপুরে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের সূত্রগুলো জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বেশিরভাগ প্রার্থীই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনিত।

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) বাদে বাকি ৬১ জেলা পরিষদের নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। জেলা পরিষদে সাধারণ ভোটাররা ভোট দেন না। উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা এখানে ভোটার।

Comments

The Daily Star  | English

BB to adopt more flexible exchange rate to meet IMF conditions

The central bank is likely to issue a circular in this regard today.

9h ago