চট্টগ্রাম-১২

হুইপ সামশুল হকের নির্বাচনী প্রচারণায় আবারও হামলা

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর প্রচারণায় আবারো হামলার অভিযোগ পাওয়া গেছে।
মোতাহেরুল ইসলামের কর্মী-সমর্থকরা সামশুলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করেছেন তার ভাই মুজিবুল হক নবাব। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর প্রচারণায় আবারো হামলার অভিযোগ পাওয়া গেছে।

সামশুলের ভাই মুজিবুল হক নবাবের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর কর্মী-সমর্থকরা এ হামলা করেছেন।

নবাব দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেল সাড়ে ৪টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা এলাকায় গণপ্রচারে গেলে মোতাহেরুল ইসলামের কর্মী-সমর্থকরা সামশুল ও তার নেতাকর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এসময় ১৫ জন আহত হন।'

এসময় মোতাহেরুল ইসলামের কর্মী-সমর্থকরা সামশুলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করেন তিনি।

নবাব আরও বলেন, 'এর আগে, সকালে পটিয়ার শান্তিরহাট এলাকায় গণপ্রচারে গেলে সামশুলের ওপর হামলা হয়।'

এসময় সামশুলের আরেক ভাই ফজলুল হক চৌধুরীসহ পাঁচজন আহত হন বলেও জানান তিনি।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের আলামত পায়, তবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।'

তিনি বলেন, 'আমরা ঘটনার তদন্ত করছি।'

এ বিষয়ে জানতে মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

20m ago