মুন্সীগঞ্জে আ. লীগের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর
মুন্সীগঞ্জ-৩ আসনের হোগলাকান্দি গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের চর কেওয়ার ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

আজ বুধবার সকালে মুন্সীগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাস। তার সমর্থকদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের লোকজন গভীর রাতে তাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে।

চর কেওয়ার ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং নির্বাচনী ক্যাম্পের সমন্বয়ক মিলন ফকির দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাতে নির্বাচনী কার্যক্রম শেষ করে বাড়ি ফিরে যাই। গভীর রাতে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক মোতাহার গাজীর লোক এসে ক্যাম্প ভাঙচুর করে ও সাউন্ড সিস্টেম নিয়ে যায়।'

এ বিষয়ে জানতে চর কেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

ডেইলি স্টারকে মোতাহার বলেন, 'আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নৌকা শেখ হাসিনার। আমি নৌকার লোক হয়ে কী কারণে নৌকার ক্যাম্প ভাঙচুর করব।'

তবে তিনি বলেন, 'নৌকার প্রার্থী আমার পছন্দ না। আমি তাকে ভোট দেবো না। স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবো। কিন্তু আমি ক্যাম্প ভাঙচুরের সঙ্গে জড়িত না।'

জানতে চাইলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান ডেইলি স্টারকে বলেন, 'সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আমি নিজেও গিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।
 

Comments

The Daily Star  | English

Govt mulling incorporating ‘three zero’ theory into SDG

The government is considering incorporating the "three zero" theory of Chief Adviser Professor Muhammad Yunus into Sustainable Development Goals (SDGs)

1h ago