পাবনা-৩

‘কেন্দ্রে নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট থাকবে না’

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মণ্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু। ছবি: সংগৃহীত

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনের ভাঙ্গুরা উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের মল্লিকচান গ্রামের ভোটকেন্দ্রগুলোতে নৌকার প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট থাকবে না বলে হুমকি দিয়েছেন এক স্থানীয় নেতা।

অভিযোগ উঠেছে, গত রোববার রাতে নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভায় মণ্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু এমন মন্তব্য করেন।

সভায় বক্তব্য প্রদানকালে তিনি বলেন, 'মন্ডতোষ ইউনিয়নে ভোট হবে উৎফুল্ল মনে, একমাত্র নৌকার। একমাত্র মকবুল সাহেবের নৌকার। এর বাইরে কোনো লোক, কোনো এজেন্টও থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা মমিনপাড়া সেন্টার (ভোটকেন্দ্র) দখল করে রাখবো। আপনারা সহযোগিতা করবেন।'

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পরে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী হয়েছেন তিনবারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন।

এ ছাড়া, এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার। তিনিও আওয়ামী লীগ নেতা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দ্য ডেইলি স্টারকে নুর ইসলাম মিন্টু বলেন, 'দুই আওয়ামী লীগ নেতার নির্বাচনী লড়াইয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে নেতাকর্মীদের উৎসাহিত করতেই বক্তব্য দিচ্ছিলাম। অসাবধানতাবশত এমন কথা বলে ফেলেছি। এটা একটা স্লিপ অব টাং।'

তার দাবি, 'নির্বাচন নিয়ে কোনো সমস্যা হবে না। সব প্রার্থী নিজেদের মতো প্রচার-প্রচারণা করছে।'

স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের অভিযোগ, 'প্রচারণা শুরুর অনেক আগে থেকেই নৌকার নেতাকর্মীরা বিভিন্নভাবে আমাকে এবং আমার সমর্থকদের হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতি থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না এবং ভোটকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চ্যালেঞ্জ, সেটি প্রশ্নবিদ্ধ হবে।'

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

41m ago