কিশোরগঞ্জে ‘অস্ত্রের মুখে’ ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে ওই নারী নিজেই বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামি হাকিম মিয়া (২৫) একই উপজেলার বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, ওই নারীর স্বামী একজন চা দোকানি এবং স্থানীয় একটি বাজারের নৈশ প্রহরী। সোমবার রাতে অভিযুক্ত হাকিম ওই নারীর বাসায় ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।
ওসি হাবিবুল্লাহ খান বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।'
Comments