এবার এস আলমের ২০ হাজার কাঠা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

এস আলমের সম্পদ জব্দ
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, পরিবারের সদস্য ও তাদের সুবিধাভোগীদের মালিকানাধীন ২০ হাজার ২৯৪ কাঠা স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

এসব সম্পত্তির বাজার মূল্য প্রায় ৫৫৯ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৭৭ টাকা বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেন।

এস আলম ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত দলের প্রধান দুদক উপপরিচালক তাহাসিনা মুনাবিল হক এ সম্পত্তি বাজেয়াপ্ত চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, এস আলম ও তার পরিবার এসব সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন।

এর আগে ২৩ এপ্রিল একই আদালত এস আলম, তার পরিবারের সদস্য ও সুবিধাভোগীদের মালিকানাধীন সাড়ে ৯ হাজার কাঠা স্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন। এই সম্পত্তির বাজার মূল্য ৪০৭ কোটি টাকা।

৯ এপ্রিল এস আলম ও পরিবারের প্রায় ৮ হাজার কাঠা স্থাবর সম্পত্তি এবং ৩০ জানুয়ারি ৫৮ একর স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য দুর্নীতি দমন সংস্থাকে নির্দেশ দেন আদালত।

Comments

The Daily Star  | English
Ishraque Hossain demands resignation of Asif Mahmud and Mahfuj Alam

Ishraque calls for immediate resignation of Asif Mahmud, Mahfuj Alam

He announced the sit-in protest would continue until demands were met

1h ago