ক্যাম্পাসে কথা কাটাকাটির জেরে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথা কাটাকাটির জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে ইংরেজি বিভাগের একদল শিক্ষার্থী ছুরিকাঘাতে হত্যা করেছে।
আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম পারভেজ (২৪) বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, 'নিহত শিক্ষার্থী পারভেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে নাস্তা করছিলেন। এ সময় অন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সেখানে আসেন।'
তিনি বলেন, 'ওই দুই ছাত্রীকে নিয়ে ঠাট্টা-তামাশা ও হাসাহাসির ঘটনা থেকে বিরোধের সূত্রপাত। কিছু শিক্ষক এসে বিষয়টি মীমাংসা করে দেন। এরপর আবার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থী পারভেজকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করেন।'
পারভেজের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া প্রক্টর মোশাররফ হোসেনের নম্বরে কল করে এ বিষয়ে জানতে চাইলে উত্তর পাওয়া যায়, 'এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্যার একটু ব্যাস্ত আছেন, তিনি পরে কথা বলবেন।' পরবর্তীতে কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
Comments