মাদারীপুরে পুলিশের কাছ থেকে ২ জনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ২০

Madaripur
স্টার অনলাইন গ্রাফিক্স

মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকসহ আটক দুইজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর হামলা চালালে চার পুলিশ সদস্য আহত হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আজ সকাল ১১টার দিকে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কালকিনির বড়ব্রিজ এলাকা থেকে পাঁচ পিস ইয়াবাসহ রাশেদুল খান (৩৫) ও আলআমিন সরদারকে (৩০) আটক করে পুলিশ। পরে রাতে আটটার দিকে মাছবাজার এলাকায় পৌঁছালে স্থানীয়রা পুলিশের পিকআপভ্যানে হামলা চালায়। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় ওই দুই আসামিকে ছিনিয়ে নেয়।'

'হামলায় আহত হন কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসআই সোহেল রানা, কাজী স্বপন ও আতিকুল ইসলাম। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়,' বলেন তিনি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

8m ago