গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর গুলশান এলাকায় দুর্বৃত্তের গুলিতে সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে দুর্বৃত্তরা ওই যুবকের ওপর হামলা চালায়।

পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আহমেদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুমন নামে ওই যুবক পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই দুর্বৃত্তরা সুমনকে গুলি করে পালিয়ে যায়।

'আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে,' বলেন মারুফ।

সুমনের স্ত্রীর বড় ভাই মো. বাদশা মিয়া হাসপাতালে গণমাধ্যমকর্মীদের জানান, তাদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। সুমন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মিরপুরের ভাষানটেক এলাকায় থাকতেন। মহাখালীতে 'প্রিয়জন' নামে তার ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা রয়েছে।

সুমন বনানী থানা যুবদলের কর্মী ছিলেন বলেও জানান বাদশা।

তিনি আরও জানান, মহাখালীতে ক্যাবল ব্যবসা নিয়ে রুবেল নামে এক ব্যক্তির সঙ্গে সুমনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after several years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

2h ago