রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার নোয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত মো. জাহাঙ্গীরের বাড়ি নোয়াপাড়া গ্রামের নিরামিষ পাড়ায়। এই ঘটনায় তার আরও দুই সঙ্গী আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াপাড়ায় একটি কমিউনিটি সেন্টারের মালিক এবং শুঁটকি ব্যবসায়ী জাহাঙ্গীর চট্টগ্রাম শহরে থাকতেন। শুক্রবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে শহর থেকে আরও দুই সঙ্গীর সঙ্গে নোয়াপাড়া যান। দুপুর ১টার দিকে তার মোটরসাইকেলটি নোয়াপাড়া গ্রামের আসাদ আলী মাতবর বাড়ির কাছে একটি জামে মসজিদের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে।
চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করে। তার সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদেরও লাঠি দিয়ে আঘাত করে। স্থানীয়রা দুর্বৃত্তদের প্রতিরোধ করতে এগিয়ে গেলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে কুইয়াইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন এসপি সাইফুল ইসলাম।
Comments