উন্নয়ন প্রকল্প থেকে ১৫ শতাংশ কমিশন, শেখ সেলিমের বিরুদ্ধে তদন্ত শুরু

শেখ ফজলুল করিম সেলিম। ফাইল ফটো

গত ১৫ বছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকার কমিশন সিন্ডিকেট চালাতেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

মন্ত্রী না থাকা সত্ত্বেও গত ১৫ বছর উন্নয়ন প্রকল্প থেকে কমিশন পেতে তিনি শেখ পরিবারের প্রভাবকে কাজে লাগিয়েছেন। 

আখতার হোসেন জানান, এক হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পে ঠিকাদারের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ সেলিমের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, 'অভিযোগ রয়েছে যে শেখ সেলিম ক্ষমতার অপব্যবহার করেছেন এবং কমিশনের বিনিময়ে পছন্দের ঠিকাদারদের ১ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পের কাজের আদেশ দিয়ে অনিয়ম ও দুর্নীতি করেছেন।'

গত ৫ আগস্টের পর শেখ সেলিম আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

গত বছরের ২০ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শেখ ফজলুল করিম সেলিম ও তার পরিবারের মোট ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের তথ্য তলব করে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিম ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Comments

The Daily Star  | English

Fizz, Emon guide Tigers to commanding win

Emon's notched up his second half-century in the format, an unbeaten 39-ball 56, featuring five sixes and three fours to guide his side to victory with 27 balls to spare. 

4h ago