এসকে সুর ও পরিবারের ৩৯ ব্যাংক অ্যাকাউন্ট ও ২ ফ্ল্যাট জব্দের নির্দেশ

এস কে সুর চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট ও দুটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

অ্যাকাউন্টগুলো এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর এবং এসব অ্যাকাউন্টে মোট ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৪০ টাকা আছে বলে জানা গেছে।

এছাড়া, রাজধানীর সেগুনবাগিচায় এস কে সুরের নামে ৪৪ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট ও ধানমন্ডিতে সুপর্ণা সুরের নামে সোয়া কোটি টাকা মূল্যের ৪৪০০ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের তদন্ত দলের প্রধান উপপরিচালক নাজমুল হোসেনের পক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে এই ফ্ল্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, এস কে সুরের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থপাচারের অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছিল।

এতে আরও বলা হয়, 'দুদক কর্মকর্তা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন যে অভিযুক্তরা মামলা দায়েরের আগেই এসব সম্পত্তি হস্তান্তর করেছেন। যদি সম্পত্তি হস্তান্তর হয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ব্যাহত হবে।'

এর আগে, গত ১৪ জানুয়ারি পুলিশ ও দুদকের যৌথ অভিযানে এস কে সুরকে গ্রেপ্তার করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় গত বছরের ২৩ অক্টোবর এস কে সুর, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করে দুদক।

২৬ জানুয়ারি দুদক বাংলাদেশ ব্যাংকে এস কে সুরের লকার থেকে ১ কেজি সোনা এবং ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার পাউন্ড এবং ৭০ লাখ টাকার স্থায়ী আমানতের রসিদ জব্দ করে।

 

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

27m ago