শিক্ষার্থীদের ওপর হামলা: গাজীপুরে এ পর্যন্ত গ্রেপ্তার ১০৬
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/very_big_201/public/images/2024/01/29/gazipur_15_1.jpg)
গাজীপুরে আওয়ামী লীগের পলাতক নেতা ও সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় এ পর্যন্ত ১০৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'এ ঘটনায় প্রথম ধাপে ৩৪ জন এবং পরের দুই ধাপে ৩০ জন ও ৪২ জন করে আটক ১০৬ জনকে কোর্টে পাঠানো হয়েছে।'
অভিযান এখনো চলমান আছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও লুটপাটের খবর পেয়ে ছাত্ররা বন্ধ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এতে অন্তত ১৮ জন আহত হন।
এই ঘটনার প্রতিবাদে পরদিন দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির কেন্দ্রীয় দুই নেতা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম সেখানে যোগ দেন।
সমাবেশে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করীম খান হামলায় জড়িতদের গ্রেপ্তার দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনাস্থলে সময়মতো পুলিশ যেতে না পারার কারণে ক্ষমা চান।
এছাড়া জাতীয় নাগরিক কমিটি হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়।
গাজীপর সদর থানার তদন্ত কর্মকর্তা ছিদ্দিক হোসেন ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সমন্বয়ক আবদুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন।
Comments