গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত ও বিচার নিশ্চিত করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান জানান, গত রাতে গাজীপুর থেকে আহত মোট ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক পাঁচজন আহত ব্যক্তির ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মো. আসাদুজ্জামান আরও জানান, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী কাশেমের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। অন্য ছয়জনের অবস্থা স্থিতিশীল এবং তারা এক-দুই দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

Comments

The Daily Star  | English

Jamaat rally commences at Suhrawardy Udyan

Supporters continued to arrive at the venue in processions, chanting slogans and carrying banners in support of the demands

1h ago