শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

শিবলী রুবাইয়াত
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল- ইসলামসহ নয় জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

অন্য আটজন হলেন–বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান ও রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান ও মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত সপ্তাহে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়াও মন্ত্রণালয় তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলে তারা দেশ ত্যাগ করতে পারবেন না।

এই নয়জনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে যে বিএসইসিতে থাকাকালীন তারা শেয়ার বাজারে লুটপাটে সহায়তা এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন।

 

Comments

The Daily Star  | English

Govt accepted demands of JnU protesters: UGC chairman

University Grants Commission Chairman Prof SMA Faiz today said the government has accepted the demands of the protesting Jagannath University students

7m ago