হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ‘৭০ ভরি’ স্বর্ণ ছিনতাই

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত জুয়েলারি ব্যবসায়ী সজল রাজবংশীকে (৩৭) প্রথমে হৃদরোগ হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেড়ীবাঁধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের স্বর্ণের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সেকশন বেড়ীবাঁধ এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেলে ৭-৮ জন এসে সজলের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার বাম পায়ের হাঁটুতে গুলি করে। পরে তারা সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি নিয়ে যায়।

জয় রাজবংশীর দাবি, ব্যাগটিতে প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, 'হাজারীবাগ এলাকা থেকে ওই যুবককে আহত অবস্থায় স্বজনরা ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। স্বজনরা অভিযোগ করছিলেন, ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে স্বর্ণের ব্যাগ নিয়ে গেছে।'

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এ ঘটনার অভিযোগ পেয়েছি এবং এখন ঘটনাস্থলেই আছি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি।'

Comments

The Daily Star  | English

Ex-army chief freedom fighter Safiullah passes away

The prominent sector commander of liberation war breathed his last while undergoing treatment at CMH

28m ago