৬৬৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ

anisul_huq
আইনমন্ত্রী আনিসুল হক | স্টার ফাইল ছবি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।

আবেদনে দুদক কর্মকর্তা বলেন, আনিসুল হক নিজের ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ২৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা করেছেন। এ ছাড়া এসব অ্যাকাউন্ট থেকে ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলন করা হয়েছে। অর্থাৎ ৬৬৫ কোটি ৬৪ লাখ তিন হাজার ১৯০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।

তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাবেক এই আইনমন্ত্রী দুর্নীতি ও ঘুষের মাধ্যমে এই অর্থ অর্জন করেছিলেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

এর আগে গত ১ জানুয়ারি ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে আনিসুল হকের বিরুদ্ধে মামলা করে দুদক।

গত ১৩ আগস্ট ঢাকার সদরঘাট থেকে আনিসুলকে গ্রেপ্তার করা হয়।

পরদিন ১৬ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীর (২৪) মৃত্যুর ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
 

Comments

The Daily Star  | English

UN report on mass uprising: What lies ahead for AL?

Find out more with Tanim Ahmed in today's Star Explanations

46m ago