কুড়িগ্রামে সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার বিকেলে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী বালাতাড়ী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
তাদেরকে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে বাংলাদেশের এক নাগরিককেও আটক করেছে বিজিবি। রোববার রাতে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের সৌরভ কুমার সাপুই (১৮) এবং দালাল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের ইউসুফ আলী (২৪)।
বিজিবি ও পুলিশ জানায়, দুই ভারতীয় নাগরিকের মধ্যে প্রেমের সম্পর্ক বলে জানিয়েছে। তারা ভারত ছেড়ে বাংলাদেশে এসে বসবাসের সিদ্ধান্ত নেন। তারা সীমান্তে এসে দালালের সহযোগিতায় বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, আটক তিন জনের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।
Comments