ভৈরবে আওয়ামী লীগ কার্যালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ দেখে আজ বুধবার ভৈরব উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উৎসুক জনতার ভিড় | ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা বাজারে আওয়ামী লীগ কার্যালয় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

সুরতহাল প্রতিবেদন অনুসারে, যুবকের পরনে প্যান্ট ছিল, তবে জামা ছিল না। মরদেহের পাশে একটি মদের বোতল, একটি ইনহেলার ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

রুহানী বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শেখ হাসিনার সরকার পতনের পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর হয়। এরপর থেকে সেখানে লোকজনের তেমন যাতায়াত ছিল না। দুপুরে একজন পথচারী ওই কার্যালয়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। এরপর উৎসুক জনতার ভিড় জমে। দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ কার্যালয়ের একটি কক্ষ থেকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হতো।

দীর্ঘ দিন থেকে মোবাইল ফোন বন্ধ থাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন নেতা ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী সরকার পতনের পর পুরো দলীয় কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন ভবনটি পরিত্যক্ত। ওই কার্যালয় নির্জন থাকায়  কেউ সুযোগ নিতে পারে।'

Comments

The Daily Star  | English

BNP hopes for quick polls after minimum reforms

Meeting sources said some political parties, mainly the Islamist ones, emphasised the need to hold the local body election before the national election

5h ago