৩ বছরের সাজা এড়াতে ১৭ বছর পলাতক, অবশেষে কারাগারে

পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

৩ বছরের সাজা এড়াতে ১৭ বছর পলাতক ছিলেন মো. আবুল কাশেম (৫০)। 

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার সকালে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০০১ সালে নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশের হাতে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন মো. আবুল কাশেম (৫০)। তিনি ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব সলিয়া গ্রামের বাসিন্দা। 

সেসময় বেগমগঞ্জ থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় তার বিরুদ্ধে মামলা করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে নোয়াখালী আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান। 

২০০৫ সালে তার অনুপস্থিতিতে আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেন। 

পুলিশ জানায়, আদালতে রায় ঘোষণার পর তিনি স্ত্রী, সন্তান নিয়ে চট্টগ্রামে আত্মগোপন করেন। সেখানে তিনি রিকশা চালাতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, 'কখনো কখনো কিছু সময়ের জন্য রাতের আঁধারে বাড়িতে আসা-যাওয়া করতেন আবুল কাশেম। স্থানীয়দের কেউই তার গ্রেপ্তার অথবা আদালতে রায় সম্পর্কে জানতেন না।

কিছুদিন আগে পরশুরাম থানা পুলিশ জানতে পারে যে, সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কাশেম মাঝেমাঝে রাতের আঁধারে বাড়িতে আসেন। তারপর থেকে খোঁজ রাখতে শুরু করেন তারা।

গত শুক্রবার রাতে তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি পৌঁছালে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালায় পরশুরাম থানা পুলিশ। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। 

 

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago