সাবেক ডিবিপ্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ

হারুন অর রশীদ | ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদ ও তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

এই মামলার তদন্ত দলের প্রধান ও দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন পৃথক দুটি আবেদন করলে আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

দুদক কর্মকর্তারা জানান, হারুন সরকারি ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ৫১ লাখ ৭৪ হাজার ৮০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ড জব্দ ও পর্যালোচনা করা প্রয়োজন।

আর তার ভাই এবিএম শাহরিয়ার জ্ঞাত আয় বহির্ভূত ১২ লাখ ৯৬ হাজার ৮৭ হাজার ৬০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের জন্য আয়কর রিটার্ন জব্দ করা প্রয়োজন।

এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হারুন, তার স্ত্রী শিরিন আক্তার ও তার ভাই শাহরিয়ারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক।

তারও আগে গত বছরের ২৪ অক্টোবর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত উৎস থেকে সম্পদ অর্জনের অভিযোগে হারুনকে তলব করে দুদক। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন তিনি।

এর আগে গত ২৭ আগস্ট একই আদালত হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

Comments

The Daily Star  | English

National polls: BNP to keep pressing govt for roadmap

Despite government assurance of polls by December, the BNP would be pushing for prompt announcement of the election roadmap as it believes a quarter is out to delay the polls.

5h ago