হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার গুমের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমার গুমের অভিযোগটিকে মামলা হিসেবে নথিভুক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চীফ প্রসিকিউটর অফিস।
গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে দায়ের করা মাইকেল চাকমার অভিযোগটি আজ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
মাইকেল ২০১৯ সালের এপ্রিলে ঢাকা থেকে নিখোঁজ হন এবং গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দুদিন পর বাড়ি ফিরে আসেন।
মাইকেল চাকমা পাঁচ বছরের বন্দিদশার বিবরণ দিয়ে আইসিটির প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলামের কাছে তার বক্তব্য উপস্থাপন করেন।
Comments