ব্রাহ্মণবাড়িয়ায় ‘তরুণীর’ মরদেহ পোড়ানোর সময় যুবলীগ নেতার ছেলে আটক

আটক রনি। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গর্তে ঢুকিয়ে অজ্ঞাত এক 'তরুণীর' মরদেহ পোড়ানোর অভিযোগে চিহ্নিত এক মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকা থেকে ওই পোড়া দেহ উদ্ধার করা হয় বলে জানান আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থলে উপস্থিত ফারহান রনি নামের এক যুবককে আটক করা হয়েছে। রনি ওই ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। সে এলাকায় মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত।'

স্থানীয়রা জানান, সমস্ত শরীর পুড়ে যাওয়ায় এবং দেহে মাথা না থাকার কারণে মরদেহের লিঙ্গ নির্ধারণ করতে পারেনি পুলিশ। পোড়া হাতে চুড়ি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গাজীর বাজার এলাকার এনামুল ও রোমান নামে দুই ভাইয়ের কয়েকটি রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে তারা চুরি যাওয়া রাজহাঁস খুঁজতে যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়িতে যান। সেখানে তারা ভাঙা ও পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন এবং পোড়া গন্ধ পান। এসময় ওই ঘরের পাশে উপস্থিত থাকা যুবলীগ নেতার ছেলে রনি জানায়, সে শুকনো পাতায় আগুন দিয়েছে। তবে এনামুল ও রোমান তার কথায় বিশ্বাস না করে ঘরে ঢুকে ভেতরে কী হচ্ছে দেখতে চাইলে রনি তাদের বাঁধা দেয় এবং মারধরের হুমকি দেয়। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে তারা দুই ভাই কিছু সময়ের মধ্যেই গ্রামের আরও কয়েকজনকে নিয়ে গর্তের মধ্যে মানবদেহ পুড়তে দেখে চমকে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মরদেহটি উদ্ধার করা হয়। 

মরদেহের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে।
 

Comments

The Daily Star  | English

Seven crew members were sedated, killed by fellow: Rab

Akash carried out the killings out of frustration over unpaid wages, a Rab official said after the arrest of the suspect

1h ago