অর্থ আত্মসাৎ: শিল্পকলার সাবেক ডিজি লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সরকারি তহবিল থেকে সোয়া ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকীসহ ২৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক (অবকাশকালীন) মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে শিল্পকলার সাবেক পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন চৌধুরীও আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম তার আবেদনে বলেন, লিয়াকত, জাহাঙ্গীর এবং অন্যরা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ফলাফল জালিয়াতি করেছিলেন। লিখিত পরীক্ষায় অকৃতকার্যদের নম্বর বাড়িয়ে ১০টি পদে ২৩ জনকে তারা অবৈধভাবে নিয়োগ দিয়েছিলেন।
আবেদনে আরও বলা হয়, পরে তারা নির্দিষ্ট পদে যোগদান করার পর তাদের বেতন ও ভাতা বাবদ মোট ৮ কোটি ২৮ লাখ টাকা দেওয়া হয় এবং এটি সরকারি তহবিলের আত্মসাতের শামিল।
দুদক কর্মকর্তা আরও বলেন, তিনি একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন যে অভিযুক্তরা যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই তাদের বিদেশ যাওয়া ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।
এর আগে, লিয়াকত, জাহাঙ্গীরসহ ২৪ জনের বিরুদ্ধে গত ৬ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর বিশেষ শাখার উপপরিচালক সুমিত্রা সেন মামলা দায়ের করেন।
Comments