চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি ১ মাস পেছাল
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি আগামী ২ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী অনুপস্থিত থাকায় নতুন তারিখ ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। একদল আইনজীবীকে মিছিল করতে দেখা গেছে।
তবে আজ আসামিকে আদালতে হাজির করা হয়নি।
অন্যদিনের তুলনায় আদালত প্রাঙ্গণে লোকজনের সমাগম কম ছিল।
Comments