শেখ হাসিনার বিরুদ্ধে রাজন হত্যা মামলার প্রতিবেদন ৫ জানুয়ারির মধ্যে

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে ঢাকা ডিগ্রি কলেজের ছাত্র ফয়জুল ইসলাম রাজন (১৮) হত্যামামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৫ জানুয়ারির মধ্যে জমা দিতে বলেছে আদালত।

আজ বৃহস্পতিবার পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক এ দিন ধার্য করেন।

মামলার আসামিদের মধ্যে আছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার চৌধুরী।

গত ১৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবিরের আদালতে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করেন নিহতের ভাই মোহাম্মদ রাজিব।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে বলেন।

মামলার নথি থেকে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্র রাজন। ১৯ জুলাই আন্দোলন দমনের সময় মিরপুর-১০ নম্বর মোড়ের কাছে রাজন বুকে গুলিবিদ্ধ হন এবং পরে ডা. আজমল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অভিযোগ করা হয়, অভিযুক্তরা সরাসরি সহিংসতার সাথে জড়িত বা সহায়তা করেছিল যা রাজনের মৃত্যুর কারণ।

শেখ হাসিনার বিরুদ্ধে এখন ২২৫টি মামলা রয়েছে, যার মধ্যে ১৯৪টিই হত্যা মামলা।

Comments

The Daily Star  | English
Bangladesh asks India not to interfere in internal affairs

Dhaka asks New Delhi not to interfere in Bangladesh's internal affairs

Foreign Secretary Jashim Uddin briefed journalists following the Foreign Office Consultation between Bangladesh and India

5h ago