কক্সবাজারে ‘গোপন সভা’ থেকে ১৮ ইউপি সদস্য আটক

গভীর রাতে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনের একটি রিসোর্টের হলরুমে সভা চলাকালীন ১৮ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আটকের এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাতে ওই রিসোর্টে 'রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক' মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখা। সভায় প্রায় ৭০ জন অংশ নেন। এক পর্যায়ে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের ঘিরে ফেলেন। সেখান থেকে পরে পুলিশ ১৮ জন ইউপি সদস্যকে আটক করে বাকিদের ছেড়ে দেয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের ভাষ্য, সেখানে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা গোপন বৈঠক করছেন, এমন তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।

'সেখান থেকে ১৮ জন সদস্যকে আটক করা হয়েছে। এখন বিভিন্ন মামলার আসামি সদস্যদের শনাক্ত করতে যাচাই-বাছাই চলছে।'- বলেন ওসি।

আটক হওয়া টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য জহির আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, 'দেশের ক্রান্তিকালে কীভাবে কাজ করবেন তা নিয়ে জেলার ইউপি সদস্য সমিতির আলোচনা সভা ছিল। মিটিংয়ে পুলিশ ও বেশ কয়েকজন সমন্বয়কারী আসেন। পরে পুলিশ আমাদের আটক করে।'

জহির আহমেদ আরও বলেন, 'গোপন বৈঠক হলে রাস্তার পাশের হোটেলে এত বড়  আলোচনা সভা করতাম না। আমাদের হয়রানি করা হচ্ছে।'

মুক্তি পাওয়া মহেশখালী এলাকার ইউপি সদস্য মোহাম্মদ সেলিমের দাবি, তাদের সভায় সব রাজনৈতিক দলের লোকজন উপস্থিত ছিলেন।

সেলিম বলেন, 'যেভাবে আমাদের ভাইদের আটক করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই।'

Comments

The Daily Star  | English

July proclamation after intensive discussions: Asif Nazrul

He said all the leaders who joined today's meeting had told them to take time to prepare the documentation

3h ago