শাহীন চাকলাদারসহ আ. লীগের সাবেক ৩ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত আজ এই আদেশ দেন।
আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত
আদালতের আদেশের প্রতিকী রূপ। ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় অভিযুক্ত থাকার দায়ে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ (এমপি) নয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

তারা হলেন—বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমন, তার স্ত্রী রওনক রহমান, গাইবান্ধা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদ, তার স্ত্রী রুহুল আরা রহিম, যশোর-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহীন চাকলাদার, তার স্ত্রী ফারহানা জাহান মালা, তাদের মেয়ে সামিয়া জাহান অন্তরা, মাইশা জাহান অহনা ও ছেলে জাবির চাকলাদার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সাইদুজ্জামান ও সফিউল্লাহর আদালতে পৃথক তিনটি আবেদন জমা দেওয়ার পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও রেজাউল করিম রেজা।

একইসঙ্গে পরবর্তী কার্যক্রমের জন্য পুলিশের বিশেষ শাখার (এসবি) সুপারের (ইমিগ্রেশন) কাছে অর্ডারশিট পাঠাতে দুদককে নির্দেশ দিয়েছেন বিচারক।
 

Comments