ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

স্বপন ভদ্র। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ বাজারের মাঝিপাড়া এলাকায় সাংবাদিক স্বপন ভদ্রকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জ বাজারের মাঝিপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত স্বপন ভদ্র মৃত যোগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি স্থানীয় একটি পত্রিকায় কর্মরত ছিলেন। স্বপন ভদ্রের বাড়ি তারাকান্দা উপজেলার কাকনিতে। তবে, গত ১৫ বছর ধরে তিনি মাঝিপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, 'আজ সকাল সাড়ে ১১টার দিকে বাসার সামনে দাঁড়িয়েছিলেন স্বপন ভদ্র। এ সময় সাগর (১৮) নামের এক মাদকাসক্ত ছেলে অতর্কিত দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে।'

স্থানীয়রা স্বপন ভদ্রকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত সাগর। ছবি: সংগৃহীত

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, 'মাদকাসক্ত ও মাদক চোরাকারবারি' সাগরকে নিয়ে সাংবাদিক স্বপন ভদ্র প্রতিবেদন করার জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে।

সাগরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পরিদর্শক সাইফুল।

স্বপন ভদ্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Muslin’s revival weaves past into present

Dhakai Muslin: ancient craft weaves new life, livelihoods in rural Bangladesh

18h ago