সরাইলে জমি নিয়ে বিরোধে নিহত ২

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন-- বিশুতারা গ্রামের আজাদ আলী (৫৮) ও একই গ্রামের আমানত আলী (৬০)।

জানা যায়, পূর্ববিরোধের জের ধরে আট বছর আগে নারীসহ দুজন খুন হয়েছিলেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বিশুতারা গ্রামের আজাদ আলী ও তার সৎভাই ছায়েদ আলীর মধ্যে ২০১৪ সাল থেকে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে পরিবারের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে কিছুদিন পরপর সংঘর্ষে জড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন আজাদ আলীর বাড়িতে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল-অরুয়াইল আঞ্চলিক সড়কের ওপর সংঘর্ষে জড়ান। সংঘর্ষে গুরুতর আহত হন আমানত আলীসহ অন্তত ১০ জন। আমানত আলীকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। বেলা ১১টার দিকে জেলা সদর হাসপাতালে আমানত আলী মারা যান। নিহত দুজনের মধ্যে আজাদ আলী ব্যবসায়ী এবং আমানত আলী কৃষিশ্রমিক ছিলেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘদিনের পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত দুজনের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রামের পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Public admin, judiciary reform commissions submit reports to CA

The heads of the commissions submitted the reports to the chief adviser at the State Guest House Jamuna

22m ago