শিবলী রুবাইয়াত ও আশরাফুল আলম খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রেজওয়ানা নূরের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
এছাড়া খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ও তার স্ত্রী শারমিন আক্তারের বিরুদ্ধেও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
আদালতের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তিনটি পৃথক আবেদন করেন।
আবেদনে বলা হয়, শিবলী রুবাইয়াত, আশরাফুল আলম খোকন, রেজওয়ানা, আখতারুজ্জামান ও শারমিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে আদেশের অনুলিপি পাঠিয়েছেন আদালত।
Comments