জাপার সাবেক এমপি শরিফুল ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।
শরিফুল ইসলাম জিন্নাহ ও কবির বিন আনোয়ার। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে বগুড়া-২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

এ বিষয়ে তদন্তকারী দলের প্রধান হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই তদন্ত কর্মকর্তা পৃথক দুটি আবেদন জমা দিলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।

আবেদনে দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম বলেন, জিন্নাহর বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে।

জিন্নাহর বিরুদ্ধে ৬৯ লাখ টাকার মিথ্যা সম্পদ বিবরণী জমা দেওয়ার অভিযোগ এবং এক কোটি ৬০ লাখ টাকার আয়ের উৎস জমা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি এই মামলা করেছিল দুদক।

জিন্নাহ যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, তাই তার দেশত্যাগে বাধা দিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

তদন্ত দলের প্রধান ও দুদকের উপ-পরিচালক মো. জাকারিয়াও একই ধরনের আবেদন করেন।

তিনি আবেদনে উল্লেখ করেন যে, কবির যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, তাই তার দেশত্যাগে বাধা দিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন

পরবর্তী ব্যবস্থার জন্য আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়ে দিয়েছেন আদালত।

 

Comments

The Daily Star  | English
Why did the Khagrachhari school reinstate a known sexual predator?

Why did the Khagrachhari school reinstate a known sexual predator?

This incident exposes the added vulnerability of young women and girls when they belong to Indigenous communities.

6h ago