ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় একদিনে ৩৬ লাখ টাকা জরিমানা, ২২৯ গাড়ি ডাম্পিং

traffic police
ছবি: স্টার ফাইল ফটো

আইন লঙ্ঘন করায় ঢাকা মহানগর এলাকায় একদিনে ৩৬ লাখ টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। আইন লঙ্ঘন করায় ৮৮২টি মামলা ও ৩৬ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া, ২২৯টি গাড়ি ডাম্পিং ও ৮১টি গাড়ি রেকার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

15m ago