ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন

আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়ে কমিউনিটি পুলিশের পরিকল্পনা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে সেনা, নৌ, বিমান বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে কমিউনিটি পুলিশ গঠনের পরিকল্পনা করছে সরকার।

আজ রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ট্রাফিক ব্যবস্থা উন্নতির জন্য আমরা শিক্ষার্থীদের ব্যবহার করছি। একইসঙ্গে আমাদের যারা অবসরপ্রাপ্ত পুলিশ যারা ট্রাফিকে কাজ করেছেন, অবসরপ্রাপ্ত আর্মি যারা ট্রাফিকে কাজ করেছেন, বিমান ও নৌবাহিনী অবসরপ্রাপ্ত যারা ট্রাফিকের কাজ করেছেন, এছাড়া অবসরে যাওয়া বিজিবি ও আনসারের যারা ট্রাফিকে কাজ করেছেন, তাদের নিয়ে কমিউনিটি পুলিশ করার চিন্তা করা হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে।'

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, 'অটোরিকশার বিষয়টি উচ্চ আদালতে রয়েছে। এখন যদি এটা নিয়ে আমি একটা উত্তর দিই, সেটাতে আদালত অবমাননা হয়ে যেতে পারে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে, সেই নির্দেশনা মতেই আমরা কাজ করব। আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে অটোরিকশার সমস্যাটা সমাধান হবে।'

Comments