যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আরেক মামলায় গ্রেপ্তার
আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এ আদেশ দেন।
গত ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় ইমন হোসেন গাজীর মৃত্যুর ঘটনায় এ মামলা করা হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. মাহবুবুল ইসলাম সাবেক ওসি আবুল হাসানকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
গত ২৮ আগস্ট নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ৮৫ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলাটি করেছিলেন।
এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সকালে চিটাগাং রোডে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ইমন। সেখানে তিনি গুলিবিদ্ধ হন।
এর আগে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই যাত্রাবাড়ীতে এক শিক্ষার্থী সাকিব হাসানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয় সাবেক ওসি আবুল হাসানকে।
গত ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪১ জনের বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় শ্রমিক দলের ওয়ার্ড নেতা আবু বকর।
আদালতে দাখিল করা পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্ট অনুযায়ী, ওসি আবুল হাসানকে ১৭ সেপ্টেম্বর টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়।
Comments