যাত্রাবাড়ী-বাবুবাজার থেকে ১৩ জন পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

যাত্রাবাড়ী থেকে ৬ জন ও বাবুবাজার থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা নেওয়ার সময় রাজধানীর যাত্রাবাড়ী ও কোতয়ালী এলাকা থেকে চাঁদাবাজ চক্রের ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা বেশ কিছুদিন ধরে রাজধানীর কোতয়ালী, যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করত।

তারা যানবাহনের চালক ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণ করত এবং ভয়ভীতি দেখাত বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ জন ও বাবুবাজার এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

13h ago