লক্ষ্মীপুরের সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল ২০১৪ সালে লক্ষ্মীপুর-১ আসনের এমপি নির্বাচিত হন।
এম এ আউয়াল ও অপর আরেকজনকে কলাবাগান থেকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি প্রতারণা মামলায় আজ বুধবার রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এম এ আউয়াল বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি তরিকত ফেডারেশনের হয়ে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

ওসি জানান, রাজীব কায়সার নামে একজন আউয়ালের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন।

তার সঙ্গে মামলার এজাহারনামীয় আসামি নবকুমারকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago