হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি অটোরিকশাচালক নিহত

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন।

নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২০ বছর।  

সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ বারইখালী ডেন্টাল রোডে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন বলেন, রাতে ডেন্টাল রোডে সিএনজিচালককে ধরে চার জন ছিনতাইকারী ধস্তাধস্তি করছিল। এক পর্যায়ে এক যুবক সিএনজিচালকের বুকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে দৌড়ে গেলে চার জনই পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে মারা যান।

ডেন্টাল রোডে একটি গ্যারেজে কাজ করেন জানিয়ে ওই ব্যক্তি জানান,  রাতে গ্যারেজে কাজে করছিলেন তিনি। এসময় চিৎকারের আওয়াজ শুনে রাস্তায় বের হয়ে দেখি এক সিএনজিচালক ছিনতাইকারীর কবলে পড়েছে। ধারণা করা হচ্ছে,  সিএনজি অটোরিকশা ছিনতাই করতে এসেছিল তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগ থেকে ওই যুবককে পথচারীরা মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago