শিক্ষার্থী খালিদ হত্যা মামলা: হাজী সেলিমকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

হাজী সেলিম। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যামামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

আদালতে কর্মরত একজন উপপরিদর্শক দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সোমবার বিকেলের মধ্যে হাজী সেলিমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। পরে আদালত রিমান্ডের আবেদনের বিষয়ে শুনানি করবেন।

হত্যা মামলার এজাহারনামীয় আসামি হাজী সেলিমকে গতকাল রাতে বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে আসামি করে লালবাগ থানায় মামলাটি করেন খালিদের বাবা কামরুল হাসান।

Comments

The Daily Star  | English

High growth under Hasina was ‘fake’

Yunus tells Reuters; rules out running in polls

12h ago